সুরা তওবার শেষ ২টি আয়াত ও তার ফযিলত
ফযিলত:- কাফেররা ইসলামের সত্যতা এবং রাসুল (স:) এর মোজেযা দেখেও তার সাথে বিভিন্ন ধরনের কটুতর্কে লিপ্ত হতো। তাদের এহেন দৃষ্টতা পূর্বআচরনের উত্তরস্বরূপ আয়াত দুুটি নাযিল করে। আল্লাহ বলেছেন যে, তোমরা অন্যায়ভাবে তাকে অপমান অত্যাচারে জর্জরিত করছো। অথচ তারপরেও তিনি তোমাদের কল্যাণের জন্য দোয়া করে থাকেন। কারন তিনি সত্য নবী। রাসূল (স:) এর দোয়া এবং আল্লাহর সাহায্য ও তার প্রতি নির্ভরতার বর্ণনা থাকায় আয়াত দুইটির আমলে আল্লাহর দয়া ও ক্ষমা লাভ হয়। নিয়মিত পাঠে স্বপ্নে রাসূল (স:) এর যিয়ারত লাত হয়।
প্রত্যেক নামাজের পর আয়াত দুইটি পড়লে রোজ হাশরে রাসূল (স:) এর শাফায়াত লাভ হইবে।
হাদিসে আছে ফরজ নামাজের পরে আয়াত দুইটি ৭ বার পড়লে দুর্বল থাকলে বলবান হবে, লাঞ্চিত থাকলে সম্মানিত হবে, দরিদ্র থাকলে ধনবান হবে, বিপদগ্রস্থ থাকলে বিপদমুক্ত হবে, অপমৃত্যু হবে না, আয়ু বৃদ্ধি পাবে, সকল কাজ সহজ সাধ্য হবে, পীড়িত অবস্থায় পরলে আরোগ্য লাভ করবে।
উচ্চারণ : লাক্বাদ ঝা-আকুম রাসু-লুম মিন আনফুসিকুম আযিযুন আলাইহি মা-
আনিত্তুম হারিছুন আলাইকুম বিলমু’মিনি-না রাউ’-ফুর রাহি-ম। ফা ইং তাওয়াল্লাও
ফাক্বুল হাসবিয়াল্লা-হু লা- ইলা-হা ইল্লা- হুয়া আলাইহি তাওয়াক্কাল্তু
ওয়া হুয়া রাব্বুল আ’রশিল আজি-মি। (সুরা তওবা : আয়াত ১২৮-১২৯ )
No comments:
Post a Comment