Saturday, September 26, 2020

জাহান্নাম থেকে বাঁচতে চান তাহলে এই দোয়াটি প্রতিদিন পড়ুন

 

জাহান্নাম থেকে বাঁচতে চান তাহলে এই দোয়াটি প্রতিদিন পড়ুন 

 

           রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ফজর ও মাগরিবের নামাজের পর কথা বলার পূর্বে সাত বার এ দোয়াটি পড়া। যদি কেউ ফজরের পর পড়ে এবং ঐ দিনের মধ্যে মারা যায়, ঐ ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি লাভ করবে। আর কেউ যদি মাগরিবের নামাজের পর এ দোয়াটি পড়ে এবং ঐ রাতে মারা যায় তবে তার জন্য জাহান্নাম হতে মুক্তি লিখে দেওয়া হয়। (মিশকাত, আবু দাউদ)

সুতরাং মুসলিম উম্মাহর উচিত, ফজর ও মাগরিবের নামাজের পর এ দোয়াটি ৭ বার পড়া।

 

 দোয়াটি হলো :- আল্লাহুম্মা আজিরনি মিনান নার।

অর্থ:- হে আল্লাহ! আপনি আমাদিগকে জাহান্নামের (ভয়াবহ) আজাব থেকে মুক্তি দান করুন।

 

No comments:

Post a Comment

দুরুদে আকবর এর ২য় খন্ড

  দুরুদে আকবর এর ২য় খন্ড