কঠিণ বিপদ আপদ থেকে বাঁচার আমল
হঠাত্ যদি কোন বিপদ আসে তাহলে এই আমলটি করলে আল্লাহতায়ালার রহমতে ঐ বিপদ থেকে রক্ষা পাবেন।
আমলটি হলো- দিনে বা রাতে যে কোন সময় (আপনার সুবিধা মতো) অযু করে একা বসে নিরবে এই আমলটি করতে হবে।
প্রথমে- দুরুদে ইব্রাহিম- ১১বার পড়ে নিতে হবে। দুরুদে ইব্রাহিম নিম্নে উল্লেখ করে দেওয়া আছে।
২য়- ইয়া বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ- ১,০০০ (এক হাজার) বার পড়তে হবে।
৩য়- আবার দুরুদে ইব্রাহিম- ১১বার পড়ে নিয়ে মোনাজাত করতে হবে। ( মোনাজাতের মধ্যে নিজের বিপদের কথা আল্লাহ তায়ালাকে মনোযোগ সহকারে এবং বিশ্বাসের সাথে বলতে হবে। যে আল্লাহ তায়ালা আপনাকে এই বিপদ থেকে রক্ষা করবেন। (ইনশাআল্লাহ)
দুরুদে ইব্রহিম: আল্লাহুম্মা ছাল্লিআলা মুহাম্মাদিও ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহীমা ওয়া আলা আলি ইব্রাহীম ইন্নাকা হামিদুম মাজীদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিও ওয়া আলাআলি মুহাম্মাঁদিন কামা বারকতা আলা ইব্রাহীমা ওয়া আলা আলি ইব্রাহীম ইন্নাকা হামিদুম মাজীদ।
No comments:
Post a Comment