ধন সম্পদ বৃদ্ধির আমল
হাদিসে উল্লেখ আছে যে, আল্লাহ তায়ালার ৯৯টি নামের প্রত্যেকটি নামের আলাদা আলাদা মহিমা রহিয়াছে। তারই মধ্যে ধন সম্পদ বৃদ্ধি করার জন্য কয়েকটি নাম রয়েছে। যদি কেহ মনোযোগ সহকারে এবং নিয়ম অনুসারে প্রত্যেকদিন এই নামগুলো পাঠ করে আল্লাহ তায়ালা তাকে এই নামের বরকতে দারিদ্র্য থেকে মুক্তি দিবেন এবং তাহার রিজিক বৃদ্ধি করিয়া দিবেন।
“ আল্লাহ বলে আহ্বান করো কিংবা রহমান বলে, যে নামেই আহবান করো না কেন, সব সুন্দর নাম তাঁরই। — সূরা বনী-ইসরাঈল আয়াত-১১০। ”
ছোট ছোট কিছু দোয়া আমল করলে অনেক নেকি হাসিল করা যায় । আমরা এসব দোয়া গুলো একটু সময় দিলেই আমল করতে পারি এবং অনেক নেকি হাসিল করতে পারি। দোয়া চাওয়া বা দোয়া করা মুসলিম সম্প্রদায় এর জন্য খুব জরুরি | একটা বিষয় প্রত্যেক মুসলমানকে আল্লাহর কাছে একান্ত কিছু চাইতে হলে দোয়া করতে হয় তবে এই দোয়া চাওয়ার কিছু নিয়ম আছে প্রত্যেকটি চাওয়ার জন্য থাকে আলাদা দোয়া, আলাদা আমল ,কারণ এক এক দোয়ার এক এক রকম ফজিলত, আমরা অনেকে জানি না কোন সময় কোন দোয়া পড়তে হয় অথবা কোন দোয়া পড়লে কি ফজিলত হয় তাও জানি না।
১। ক) ইয়া বাছিতু =এর অর্থ হলো “প্রশস্তকারী“
এই নামটি প্রতিদিন “ফজর“ নামাজের পর বাম হাতের উপর ডান হাত রেখে ১০ (দশ) বার “ইয়া বাছিতু“ পড়ে হাতে ফুঁ দিয়ে দুই হাত দিয়ে মুখমন্ডল মাছেহ করতে হবে।
খ) যদি কেহ আল্লাহ তায়ালার এই পবিত্র নামটি ভাত খাওয়ার পর হাত না ধুয়ে ৭০(সত্তর) বার
“ইয়া বাছিতু“ পাঠ করে উপরের দিকে ফুঁ দেয় তাহলে তাহার রিজিক বৃদ্ধি পাইবে।
২। ইয়া বাছিতু, ইয়া মুহাইমিনু= এর অর্থ হলো “প্রশস্তকারী“ ও “পরিপূর্ণরক্ষণা-বেক্ষণকারী“
এই নাম দুইটি একত্রে “প্রত্যেক নামাজের পর“ বাম হাতের উপর ডান হাত রেখে ৫(পাঁচ)বার করে “ইয়া বাছিতু, ইয়া মুহাইমিনু“ একত্রে পড়ে হাতে ফুঁ দিয়ে দুই হাত দিয়ে মুখমন্ডল মাছেহ করতে হবে।
বি:দ্র: আমি নিজে প্রতিদিন নামাজের পর এই আমল দুইটি করে থাকি। যার কারনে আল্লাহ তায়ালার রহমতে কঠিণ বিপদের সময়ও আমি দারিদ্রতার হাত থেকে রক্ষা পাই। আমি আশা করবো আপনারা সবাই এই আমল দুইটি মনোযোগ সহকারে করবেন।
উল্লেখ্য যে, আপনাদের/আপনারা যে কোন আমল করার সময় আমলের প্রতি মনোযোগ, বিশ্বাস, নিষ্ঠা ও আস্থা রেখে আমল করলে সেই আমলের বরকত পেতে আল্লাহ তায়ালার রহমতে খুব বেশী সময় লাগে না। (ইনশাআল্লাহ)
No comments:
Post a Comment