গলার কাঁটা নামানোর দোয়া ও আমল
মাছ খেতে গেলে কাঁটাতো আটকাতেই পারে। তাই বলেকি মাছ খাওয়া ছেড়ে দিবেন? কোন মতেই না। গলায় কাঁটা বিধলে পবিত্র কোরআনের আয়াতের আমল ও ফজিলতেই তা চলে যাবে। (ইনশাল্লাহ)
নিয়ম:
পবিত্র হয়ে নিচের দোয়াটি বিসমিল্লাহসহ পড়ুন আর ঢোক গিলতে থাকুন এবং হাতের আঙ্গুল দিয়ে আলতো করে গলায় মালিশ করতে হবে কাটা চলে না যাওয়া পর্যন্ত। (ইনশাল্লাহ) কিছুক্ষণের মধ্যে কাঁটা চলে যাবে।
দোয়াটি হলো-
فَلَوْلَآ إِذَا بَلَغَتِ ٱلْحُلْقُومَ
উচ্চারণ: ‘ফালাওলা ইযা-বালাগাতিল হুলকুম।’
অর্থ: অতঃপর যখন কারো প্রাণ কন্ঠাগত হয়।
(সূরা: আল-ওয়াকিয়াহ (الواقعة), আয়াত: ৮৩)।
No comments:
Post a Comment