Thursday, September 24, 2020

পাঁচ ওয়াক্ত নামাজের তাছবীহ্ ও তার ফযিলত

 

দৈনিক পাঁচ ওয়াক্ত নামাযের পর নিম্নোক্ত তাছবীহ্ সমূহ প্রত্যেকটি ১০০ বার করে পাঠ করিলে আল্লাহর রহমতে তাহার ইহকাল ও পরকালের সব রকম কল্যাণ অবধারিত: 

 

১। হুয়াল হাইয়্যুল্-কাইয়্যুম- ফজরের নামাজের পর ১০০শত বার।

২। হুয়াল আলিয়্যুল আ’যীম- যোহরের নামাজের পর ১০০শত বার।

৩। হুয়ার রাহমানুর রাহীম- আছরের নামাজের পর ১০০শত বার।

৪। হুয়াল গাফুরুর রাহীম- মাগরীবের নামাজের পর ১০০শত বার।

৫। হুয়াল লাত্বীফুল খারিব- এশার নামাজের পর ১০০শত বার।

No comments:

Post a Comment

দুরুদে আকবর এর ২য় খন্ড

  দুরুদে আকবর এর ২য় খন্ড