Wednesday, September 23, 2020

গলোবন্ধ দোয়া বা শত্রুর শত্রুতা থেকে বাঁচার দোয়া

 

 গলোবন্ধ দোয়া বা শত্রুর শত্রুতা থেকে বাঁচার দোয়া 

 
      উচ্চারণ: আল্লাহুম্মান সূরণা আলা কুল্লি আদুয়িন সাগীরীন কানা আও কাবিরিন যাকারিন ওয়া উনসা, হুররিন ওয়া আবদিন শাহিদিন ওয়া গায়িবিন শারীফিন, মুসলেমান কাফেরান, লা তুসাল্লিত আলাইনা মাল-লা  ইয়া খাফুকা ওয়া ইয়ারহামনা, ইয়া আল্লাহু, ইয়া আহাদু ইয়া সামাদু ইয়া রাব্বি, ইয়া গাফুরু, ইয়া শাকুরু, বিরাহমাতিকা আগিসনী ইয়া মান হুয়া ইল্লা হুয়া ইয়া লা-ইলাহা হুয়া, বিসমিল্লাহি মাজরেহা ওয়া মুরসাহা ইন্না রাব্বী লা-গাফুরুর রাহীম। ওয়া সাল্লাল্লাহু আলা খায়রি খালকিহী মুহাম্মাদিও ওয়া আলিহী ওয়া আসহাবিহী আজমাঈন। বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমীন।

সূত্র: মক্বছুদুল মুমীন বা বেহেশতের পথ 


 ফযিলত:- এই দোয়াটি দোয়ায়ে গলোবন্ধ নামে পরিচিত। এই দোয়াটি সর্বদা পড়িলে ও লিখিয়া গলায় রাখিলে ছোট-বড়, নারী-পুরুষ, উপস্থিত-অনুপস্থিত, মুসলমান, কাফের-মোশরেক , উচঁ-নীচু, সকল প্রকার শত্রুর শত্রুতা থেকে হেফাযত থাকিবে। এই দোয়া পাঠ করিলে ধর্মযুদ্ধে জয়ী হইবে।

No comments:

Post a Comment

দুরুদে আকবর এর ২য় খন্ড

  দুরুদে আকবর এর ২য় খন্ড