Monday, April 26, 2021

জীবনের সমস্ত গুনাহ মাফের দোয়া



জীবনের সমস্ত গুনাহ মাফের দোয়া 

         আমরা সবাই চাই আমাদের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ হয়ে যাক। কিন্তু কিভাবে মাফ করতে হবে তা আমরা জানি না। গুনাহ মাফ করানোর জন্য অনেক তওবা ও ইসতিগফার রয়েছে। সে গুলো পড়লেও গুনাহ মাফ হবে। কিন্তু সেটা হলো সাময়িক। জীবনের সমস্ত গুনাহ মাফ করার জন্য এই আমলটি করলে ইনশাআল্লাহ আপনার/আপনাদের জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। তবে সেটাকে মনোযোগ ও ভক্তি সহকারে পড়তে বা আদায় করতে হবে। 

নিয়ম: প্রত্যেক ফরজ নামাজের পর- 

১) সুবহান আল্লাহ -৩৩বার। 

২) আলহামদুল্লিলাহ-৩৩বার। 

৩) আল্লাহুআকবর-৩৩বার। 

৪) লা-ইলাহা ইল্লাল্লাহু অহেদাহু লা-শারীকালাহু লাহুল মুলকু ওলা-হুল হামদু ওয়াহুয়া আলা কুল্লি শাই-ইন কাদির- ১বার পড়তে হবে। 


        উল্লেখ্য যে: আমি নিজে এই আমলটি করি। কিন্তু একটু ভিন্ন পদ্ধতিতে। যেহেতু বলা হয়েছে এই আমলটি প্রত্যেক ফরজ নামাজের পর জায়নামাজে বসে পড়তে হবে। কিন্তু অনেক সময় দেখা যায় আমরা তারাহুড়ো করে নামাজ পড়ি এই সব আমল করার সময় থাকে না বা আলসেমি করে পড়ি না। তাই আমি নিজে একটি পদ্ধতি তৈরি করি। আর সেটা হলো ফজর ও আসর নামাজে যেহেতু ফরজ শেষে পড়া হয়, তাই আমি এই দুইটি নামাজে ফরজ নামাজের পর এই আমলটি করি। তাহলে আমার আর অন্য নামাজে এই আমলটি করতে হয় না। এর ফলে আমাকে অন্য ফরজ নামাজের সময় চিন্তিত থাকতে হয় না। আমি আশা করবো আপনারাও প্রথম পদ্ধতিতে আদায় করতে না পারলে ২য় পদ্ধতিটি অবলম্বন করবেন।





No comments:

Post a Comment

দুরুদে আকবর এর ২য় খন্ড

  দুরুদে আকবর এর ২য় খন্ড