সূরা হুমাযাহ এর আরবি ও বাংলা উচ্চারণ অর্থসহ
بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ
وَیۡلٌ لِّکُلِّ ہُمَزَۃٍ لُّمَزَۃِۣ۱ ۙ
الَّذِیۡ جَمَعَ مَالًا وَّ عَدَّدَہٗ ۙ﴿۲
یَحۡسَبُ اَنَّ مَالَہٗۤ
اَخۡلَدَہٗ ۚ﴿۳
کَلَّا لَیُنۡۢبَذَنَّ فِی الۡحُطَمَۃِ ۫﴿ۖ۴
وَ مَاۤ
اَدۡرٰىکَ مَا الۡحُطَمَۃُ ؕ﴿۵
نَارُ اللّٰہِ الۡمُوۡقَدَۃُ ۙ﴿۶
الَّتِیۡ
تَطَّلِعُ عَلَی الۡاَفۡـِٕدَۃِ ؕ﴿۷
﴾اِنَّہَا عَلَیۡہِمۡ مُّؤۡصَدَۃٌ
ۙ﴿۸
فِیۡ عَمَدٍ مُّمَدَّدَۃٍ ٪﴿۹
বাংলা উচ্চারণ ও অর্থ:
বিসমিল্লাহির রাহমানির রাহিম
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়
১) অইলুল্লি কুল্লি হুমাযাতিল ল্লুমাযাতি।
অর্থ- ধ্বংস এমন প্রত্যেক ব্যক্তির যে, সম্মুখে ও
পশ্চাতে পরনিন্দা করে।
২) নিল্লাযী জ্বামা'আ মালাও অ'আদ্দাদাহু।
অর্থ-যে অধিক লোভে অর্থ জমায় এবং বারবার গণনা করে।
৩) ইয়াহসাবু আন্না মা-লাহু আখলাদাহ।
অর্থ- সে
মনে করে যে, সম্পদ তার নিকট চিরকাল থাকবে।
৪) কাল্লা লাইয়ুমবাযান্না ফিল হুত্বামাহ।
অর্থ- কখনও নয় সে অবশ্যই হুতামায়
নিক্ষিপ্ত হবে।
৫) অমা আদরাক্বামাল হুত্বামাহ।
অর্থ- আর আপনি কি জানেন, হুতামা কি?
৬) না-রুল্লা হিল মূ'ক্বাদাত।
অর্থ- তা (হুতামা) আল্লাহর
প্রজ্বলিত আগুন।
৭) আল্লাতী তাত্তায়ালিউ 'আলাল আফয়িদাহ।
অর্থ- যা (শরীর স্পর্শ করামাত্র) অন্তর পর্যন্ত গ্রাস করবে।
৮) ইন্নাহা
'আলাইহিম মু'ছাদাতুন।
অর্থ- নিশ্চই তা (সে আগুন) তাদের ওপর পরিবেষ্টিত করে দেয়া হবে
৯) ফী 'আমাদিম মুমাদ্দাদাহ।
অর্থ- উঁচু উঁচু
স্তম্ভসমূহে ।
মর্মবাণী:
দুর্ভোগ এমন প্রত্যেক ব্যক্তির জন্যে, যে সামনাসামনি দুর্ব্যবহার করে এবং পেছনে নিন্দা করে। (দুর্ভোগ এমন প্রত্যেক ব্যক্তির জন্যে) যে (কৃপণের মতো) অর্থ জমায় আর বার বার তা গণনা করে এবং একে নিজের রক্ষাকবচ মনে করে। সে মনে করে তার অর্থ তাকে অনন্তকাল বাঁচিয়ে রাখবে। না, কখনো নয়। সে-তো (পরকালে) ‘হুতামা’য় নিক্ষিপ্ত হবে। তুমি কি জানো ‘হুতামা’ কী? হুতামা হচ্ছে বিশাল প্রজ্জ্বলিত চুল্লি, যার আগুন হৃদয়কে চূর্ণবিচূর্ণ করে দহন করবে। বিশাল স্তম্ভসমূহ পরিবেষ্টিত চুল্লির মুখও ঢেকে দেয়া হবে (দহনযন্ত্রণাকে চূড়ান্ত রূপ দেয়ার জন্যে)।
No comments:
Post a Comment