Wednesday, November 4, 2020

সুরা লাহাব এর ফযিলত আরবি ও বাংলা উচ্চারণ

 

১১১. সূরা লাহাব
পারা ৩০, আয়াত ৫, রুকু ১ (মাক্কী)

বাংলা উচ্চারণ 
বিসমিল্লাহির রাহমানির রাহীম।

تَبَّتْ يَدَا أَبِي لَهَبٍ وَتَبَّ
তাব্বাত ইয়াদা আবী লাহাবিওঁ ওয়াতাব্বা
অর্থ- ধ্বংস হোক আবু লহবের উভয় হাত, আর সে-ও ধ্বংস হোক!

مَا أَغْنَى عَنْهُ مَالُهُ وَمَا كَسَبَ
মা আগনা আনহু মালুহু ওয়ামা কাছাব
অর্থ-তার ধন-সম্পদ ও যা সে অর্জন করেছে তা তার কোনো কাজে আসবে না। 

سَيَصْلَى نَارًا ذَاتَ لَهَبٍ
সাইয়াছলা না রান যা তালাহাবিওঁ
অর্থ-তাকে অচিরেই ঠেলে দেওয়া হবে লেলিহান আগুনে

وَامْرَأَتُهُ حَمَّالَةَ الْحَطَبِ ‌

ওয়ামরাআতুহু, হাম্মা লাতাল হাত্বোয়াব
অর্থ-এবং তার স্ত্রীকেও; যে ইন্ধন বহনকারিণী।  

فِي جِيدِهَا حَبْلٌ مِنْ مَسَدٍ ‌

ফী-জী-দিহা হাবলুম মিম মাসাদ ।
অর্থ-তার গলায় থাকবে কড়াপাকের খেজুরের আঁশের রশি।  

মর্মবাণী
দয়াময় মেহেরবান আল্লাহর নামে।
ধ্বংস হবে আবু লাহাবের দুই হাত। ধ্বংস হবে সে নিজেও। তার ধনসম্পত্তি ও উপার্জন কোন কাজে আসবে? সময় হলেই সে লেলিহান আগুনে প্রবেশ করবে। সাথে থাকবে কুচক্রী স্ত্রী। গলায় থাকবে শক্ত পাকানো রশি।

ফযিলত
সহীহ বুখারীতে হযরত ইবনে আব্বাস (রাঃ) হতে বর্ণিত আছে যে, নবী করিম (সঃ) বাতহা নামক স্থানে গিয়ে একটি পাহাড়ের উপর আরোহন করলেন এবং উচ্চস্বরে, ‘ইয়া সাবা’হা’হ ইয়া সাবা’হা’ ( অর্থাৎ হে ভোরের বিপদ, হে ভোরের বিপদ) বলে ডাক দিতে শুরু করলেন। অল্পক্ষণের মধ্যে সমস্ত কুরাইশ নেতা সমাবেত হলো। তখন রাসূল (সঃ) বললেন, ‘যদি আমি তোমাদেরকে বলি যে, সকালে অথবা সন্ধ্যাবেলায় শত্রুরা তোমাদের উপর আক্রমণ চালাবে তবে কি তোমরা আমার কথায় বিশ্বাস করবে?’

তখন সমস্বরে বলে উঠলো, ‘হাঁ হাঁ অবশ্যই বিশ্বাস করবো।’ তখন তিনি তাদেরকে বললেন, ‘শোনো, আমি তোমাদেরকে আল্লাহর ভয়াবহ শাস্তির আগমনের সংবাদ  দিচ্ছি।’ তখন আবু লাহাব একথা শুনে বললো, ‘তোমার সর্বনাশ হোক, এ কথা বলার জন্যই কি তুমি আমাদেরকে সমবেত করেছো?’

তখন আল্লাহ তায়ালা এ সূরাটি নাযিল করেন।

 

No comments:

Post a Comment

দুরুদে আকবর এর ২য় খন্ড

  দুরুদে আকবর এর ২য় খন্ড