Sunday, November 15, 2020

সুরা ত্বীনের আরবি ও বাংলা উচ্চারণ অর্থসহ ফযিলত

 

সুরা ত্বীনের আরবি ও বাংলা উচ্চারণ অর্থসহ ফযিলত

 
 
وَٱلتِّينِ وَٱلزَّيْتُونِ
وَطُورِ سِينِينَ
وَهَٰذَا ٱلْبَلَدِ ٱلْأَمِينِ
لَقَدْ خَلَقْنَا ٱلْإِنسَٰنَ فِىٓ أَحْسَنِ تَقْوِيمٍ
ثُمَّ رَدَدْنَٰهُ أَسْفَلَ سَٰفِلِينَ
إِلَّا ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّٰلِحَٰتِ فَلَهُمْ أَجْرٌ غَيْرُ مَمْنُونٍ
فَمَا يُكَذِّبُكَ بَعْدُ بِٱلدِّينِ
أَلَيْسَ ٱللَّهُ بِأَحْكَمِ ٱلْحَٰكِمِينَ


         উচ্চারণঃ ওয়াততীনি ওয়াঝ জাইতুন ওয়াতুরি সিনীনা, ওয়াহাজাল বালাদিল আমিন, লাক্বাদ খালাকনাল ইনসানা ফী আহসানি তাক্বউয়ীম, ছুম্মা রাদাদনা-হু আসফালা সাফিলীন। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস ছালিহাতী ফালাহুম আজরূন গায়রু মামনুন ফামায়ু কাজ্জিবুকা বা’দু বিদ্দীন আলাইসাল্লাহু বিআহকামির হাকিমীন।

           অর্থঃ শপথ ডুমুর জাইতুনের এবং সিনাই প্রন্তরস্থ তূর পবর্তের এবং এই নিরাপদ নগরীর আমি সৃষ্টি করেছি মানুষকে সুন্দরতম আকারে। অতঃপর কাবে ফিরিয়ে দিয়েছি নিচ থেকে নিচে কিন্তু যারা বিশ্বাস স্থাপন করেও সৎ কাজ করেছে তাদের জন্য রয়েছে বিশেষ পুরস্কার সুতরাং কি তুমি অবিশ্বাস করছ কিয়ামতকে? আল্লাহ্ কি শ্রেষ্ঠতম বিচারক নন?
 

 

 

No comments:

Post a Comment

দুরুদে আকবর এর ২য় খন্ড

  দুরুদে আকবর এর ২য় খন্ড