Saturday, October 3, 2020

আ’হাদনামার ফযিলত ও বাংলা উচ্চারণ

 

আ’হাদনামার ফযিলত ও বাংলা উচ্চারণ 

                ফযিলত- :সহীহ্ বর্ণনায় বর্ণিত হইয়াছে যে, কোনও লোক যদি সমগ্র জীবনে আ‘হাদনামা পাঠ করে তবে অবশ্যই আল্লাহ তাআলার রহমতে সে ঈমানের সহিত ইন্তেকাল করিবে ও বেহেশ্তবাসী হইবে। হযরত জাবের (রা:) বলিয়াছেন, আমি রাসূলুল্লাহ (সা:)-এর নিকট হইতে শুনিয়াছি, মানুষের শরীরে তিন হাজার রোগ রহিয়াছে। তন্মধ্যে একহাজারের ঔষধ চিকিত্সকগণ জানেন এবং তাহারা সেইসবেরই চিকিত্সা করিয়া থাকেন। আর বাকী দুই হাজারের ঔষধ আল্লাহ ছাড়া কেহই জানেন না। যে ব্যক্তি আহাদ নামা পড়িবে ও লিখিয়া নিজের সাথে রাখিবে, আল্লাহ তাআলা তাহাকে ঐ সকল রোগ হইতে বাঁচাইয়া রাখিবেন।

        উচ্চারণ:- আল্লাহুম্মা ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদি আ‘লিমাল গাইবি ওয়াশসাহাদাতি হুওয়ার রাহ্ মানুর রাহীম, আল্লাহুম্মা ইন্নী আ‘হাদু ইলাইকা ফী হাযিহিল হায়াতিদ্ দুনইয়া বিআন্নী আশহাদু আন লা-ইলাহা ইল্লা আনতা ওয়াহদাকা লা শারীকা লাকা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুকা ওয়া রাসূলুকা ফালা তাকিলনি ইলা নাফসী ফাইন্নাকা ইন তাকিলনী ইলা নাফসী তুক্বাররিবনী ইলাশশাররি ওয়া তুবায়োদনী মিনাল খাইরি ওয়া ইন্নী লা আত্তাকীলু ইল্লা বিরাহমাতিকা ফাজআ‘ললী ইন্নাদাকা আহদান তুওয়াফফীহে ইলা ইয়াওমিল ক্বিয়ামাতি ইন্নাকা লা তুখলিফুল মীআ‘দ। ওয়া সাল্লাল্লাহু তা‘আলা আ‘লা খাইরি খালক্বিহী মওহাম্মাদিও ওয়া আলিহী ওয়া আস্হাবিহী আজমাঈ‘না বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমীন।  

No comments:

Post a Comment

দুরুদে আকবর এর ২য় খন্ড

  দুরুদে আকবর এর ২য় খন্ড