বিশ লাখ নেকীর দোয়া
প্রতিদিন সকাল ও সন্ধ্যা ৩বার এই আমলটি আমরা করতে পারি। আমি নিজে এই আমলটি ৫বার করে সকাল সন্ধ্যা পরি আল্লাহতায়ালার রহমতে। ৫বার পরার কারনটি হলো এই যে, ২০লাখ যদি ৫বার হয় তাহলে ১কোটি নেকী পাওয়া যায়। আল্লাহতায়ালা শেষ নবীর উম্মতদের জন্য ছোট ছোট কিছু আমল দিয়েছেন। যাতে করে তারা অল্প সময়ে বেশী সওয়াব পেতে পারে। তাই আমরা বেশী বেশী আমল করবো। (ইনশাআল্লাহ)
No comments:
Post a Comment