Saturday, September 26, 2020

আপনি কি চান যে জান্নাত আপনার জন্য দোয়া করুক তাহলে এই দোয়াটি পড়ুন

 

 আপনি কি চান যে জান্নাত আপনার জন্য দোয়া করুক তাহলে এই দোয়াটি পড়ুন

         আপনি কি চান মৃত্যুর পর আপনি জান্নাতে যেতে, আপনি কি চান যে, জান্নাত আপনার  জন্য দোয়া করুক, তাহলে নিম্নের দোয়াটি প্রতিদিন সকাল সন্ধ্যা ৩বার করে পড়ুন। আবার কোন কোন হাদিসে আছে, জান্নাত যেহেতু আটটি তাই ৮বার করে পড়তে হবে। তাই কোন মতবেদ তৈরী না করে আল্লাহ তায়ালা আমাদেরকে তওফিক অনুযায়ী   আমল করার তওফিক দান করুন। আমিন।

দোয়াটি হলো:-

اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْجَنَّةَ وَأَعُوذُ بِكَ مِنَ النَّارِ

উচ্চারণঃ আল্লা-হুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আ’উযু বিকা মিনান্নার।

অর্থঃ হে আল্লাহ! আমি আপনার কাছে জান্নাত চাই এবং জাহান্নাম থেকে আপনার কাছে আশ্রয় চাই।

         রাসুলুল্লাহ (স:) বলেছেনঃ “যে ব্যক্তি আল্লাহর কাছে ৩ বার জান্নাত প্রার্থনা করে, জান্নাত আল্লাহর কাছে দোয়া করে, হে আল্লাহ তাকে জান্নাত দান করো। যে ব্যক্তি আল্লাহর কাছে ৩ বার জাহান্নাম থেকে আশ্রয় প্রার্থনা করে, জাহান্নাম আল্লাহর কাছে দোয়া করে, হে আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্তি দিন”। (তিরমিযিঃ ২৫৭২, ইবনে মাজাহ ৪৩৪০) 

 

No comments:

Post a Comment

দুরুদে আকবর এর ২য় খন্ড

  দুরুদে আকবর এর ২য় খন্ড